শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সামাজিক বনায়নের ৩০টি গাছ কেটে নিয়েছে ক্ষমতাসীনরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর শহরের চরহোগলা এলাকার লালখাড়াবাদ সড়কের দুই পাশ থেকে প্রশিকার সামাজিক বনায়নের ৩০টি গাছ লুটের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে। স্থানীয়রা বিষয়টি মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের মধ্যেই দায়িত্ব শেষ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার থেকে লালখাড়াবাদ সড়কের দুই পাশে থাকা ৩০টি মেহগনি, চাম্বুল ও রেইনট্রি গাছ কাটতে শুরু করে স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের একদল নেতা-কর্মী। গতকাল পর্যন্ত চলে গাছ কাটা। মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ ও সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উজ্জ্বল সিকদারসহ দলীয় ২৫-৩০ নেতা-কর্মীর নেতৃত্বে গাছগুলো কেটে বিক্রি করা হয়। পেছন থেকে তাদের শক্তি জুগিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দেবনাথ। রিপন স্থানীয় এমপির দক্ষিণহস্ত হিসেবে পরিচিত। প্রশিকার সামাজিক বনায়ন প্রকল্পের স্থানীয় সমন্বয়ক শহিদুল ইসলাম জানান, ওই সড়কের পাশে ১৯৯১ সালে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গাছগুলো রোপণ করা হয়। যে সময়ে গাছগুলো বিক্রি করে বিভিন্ন শরিকদের মাঝে বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই মুহূর্তে তা কেটে নিয়ে যায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তার দাবি, সড়কের পাশ থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২৫ থেকে ৩০টি গাছ কেটে নেওয়া হয়েছে। বিষয়টি মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দেবনাথের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর