শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় আজ থেকে ঢাকা ডক ল্যাব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় আজ থেকে ঢাকা ডক ল্যাব

ঢাকা ইনডিপেনডেন্ট নেটওয়ার্কের আয়োজনে আজ থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে প্রামাণ্যচিত্র নিয়ে ছয় দিনের ভিন্নধর্মী আয়োজন ‘ঢাকা ডক ল্যাব’। চলচ্চিত্র কর্মশালা ও বাজার তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য। কর্মশালার পাশাপাশি এ আয়োজনে আরও থাকবে প্রামাণ্যচিত্রের প্রদর্শনী।

আজ বিকালে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তমার রবীন্দ্রসংগীত সন্ধ্যা : আজ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে ছায়ানটের রবীন্দ্রসংগীত শিক্ষক ও শিল্পী তানজীনা তমার একক সংগীতাসর। সন্ধ্যা সাড়ে ৬টায় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনের এ আয়োজনে নিজের পছন্দের ২০টি গান পরিবেশন করবেন তানজীনা তমা। অনুষ্ঠানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান ছাড়াও ডিএল রায়, অতুল প্রসাদের গান শোনাবেন।

করিমগঞ্জ মাতালেন কুদ্দুস বয়াতি : কিশোরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বিশিষ্ট পালাকার ও বাউল শিল্পী কুদ্দুস বয়াতি গানে গানে মাতিয়েছেন হাজারও দর্শক শ্রোতাকে। বীর ঈশা খাঁর স্মৃতিবিজড়িত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে বুধবার রাতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর