শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পরিবেশবান্ধব ৮ খাতে ঋণ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক


পরিবেশবান্ধব ৮ খাতে ঋণ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক

‘পরিবেশবান্ধব শিল্প’র নামে ঋণ প্রদানে অনিয়ম বন্ধ করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী ৮ খাতের ৫২টি পণ্য নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এই ৫২ পণ্যেই শুধু ঋণ দেওয়া যাবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সপ্তম-পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশবান্ধব শিল্প উন্নয়নে ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করবে। ব্যাংকগুলোকে অভিন্ন পণ্যে এই অর্থায়ন করতে হবে। ৮ খাতের নির্দিষ্ট পণ্য উত্পাদনে কেবল অর্থায়ন করা যাবে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ৮ খাত হলো— নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, বিকল্প জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, পুনঃপ্রক্রিয়াকরণ উপযোগী দ্রব্য, পরিবেশবান্ধব ইট, পরিবেশবান্ধব স্থাপনা ও বিবিধ। বিবিধ খাতে তিনটি পণ্য সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এসব খাতের বাইরে অর্থায়ন করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ব্যতীত পরিবেশবান্ধব খাতে অর্থায়ন করা হলে সংশ্লিষ্ট ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানকে জবাবদিহি করতে হবে। এ ছাড়া ঋণ প্রদানের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সহনশীল অর্থায়ন খাতের নীতিমালা মেনে চলতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর