মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গারা এখনই শরণার্থীর মর্যাদা পাচ্ছে না : ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের শরণার্থীর মর্যাদা এখনই দিচ্ছে না বাংলাদেশ সরকার। গতকাল ঢাকায় সচিবালয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয়ের পাশাপাশি থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রোহিঙ্গাদের শরণার্থী মর্যাদা দেওয়া হবে কিনা— সেটা সময়ের ব্যাপার। আমরা পরিষ্কারভাবে বলছি, এরা মিয়ানমারের নাগরিক, এদের মিয়ানমারে ফিরে যেতে হবে। এই সমস্যা মিয়ানমারের, এই সমস্যা তাদের সমাধান করতে হবে।

সর্বশেষ খবর