মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘আর কত লাশ পড়লে জাতিসংঘের ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে আর কত লাশ পড়লে জাতিসংঘ ব্যবস্থা নেবে— এ প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

গতকাল সিরাজগঞ্জের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার জান্তাকে বাধ্য এবং কূটনৈতিক তত্পরতা জোরদার করতে হবে। কত বড় অসভ্য ও বর্বর হলে নিজ দেশের নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুণ্ঠন চালাতে পারে, বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে। পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য বর্বরতা আর কোথাও নেই। মিয়ানমার সরকারের এ বর্বরতা বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখছে। অথচ জাতিসংঘ অ্যাকশন নিচ্ছে না।’

সর্বশেষ খবর