মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সব দলের সঙ্গে ইসির সংলাপসূচি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

৪০টি দলের সঙ্গে মতবিনিময় শেষে ২২ অক্টোবর পর্যবেক্ষক, ২৩ অক্টোবর নারী নেত্রী ও ২৪ অক্টোবর বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে ইসি। এ ছাড়া আরও ১২টি দলের সঙ্গে সংলাপসূচি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গতকাল ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ৩১ জুলাই সংলাপ শুরু করেছি আমরা; অক্টোবরের মধ্যে সবার সঙ্গে সংলাপ শেষ করতে সব তারিখ চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ শেষ ধাপের আরও ১২টি দল এবং পর্যবেক্ষক, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ২২, ২৩ ও ২৪ অক্টোবর বৈঠকসূচি নির্ধারণ করা হয়েছে।

ইসির সংলাপসূচি : ৯ অক্টোবর : জাতীয় পার্টি, ১০ অক্টোবর : সকালে বিকল্পধারা বাংলাদেশ; (বিকালে ইসলামী ঐক্যজোট-পুনর্নির্ধারিত)। ১১ অক্টোবর : সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি; বিকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। ১২ অক্টোবর : সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি; বিকালে গণতন্ত্রী পার্টি। ১৫ অক্টোবর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ১৬ অক্টোবর : সকালে কৃষক শ্রমিক জনতা লীগ; বিকালে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)। ১৮ অক্টোবর : ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ১৯ অক্টোবর : সকালে জাতীয় পার্টি-জেপি; বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। এরপর ২২ অক্টোবর পর্যবেক্ষক, ২৩ অক্টোবর নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবে ইসি। এ ছাড়া ২ অক্টোবর : বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ; বিকাল ৩টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন। ৪ অক্টোবর :  বেলা ১১টায় বাংলাদেশ তরীকত ফেডারেশন; বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। ৫ অক্টোবর : বেলা ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিকাল ৩টায় জাকের পার্টি। ৮ অক্টোবর: বেলা ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি); বিকাল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

সর্বশেষ খবর