শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিদ্যুতের দাম ৬.২৪ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

দাম কমানোর গণশুনানি ৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার গ্রাহকদের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) বিদ্যুতের দাম গড়ে ৬.২৪ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এই বিদ্যুৎ বিতরণকারী সংস্থাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে আছে। সংস্থাটির মোট গ্রাহক ৯ লাখ ৮৬ হাজার ১৭৬ জন। যার ৮৮.৪১ শতাংশ গ্রাহকই আবাসিকের। গতকাল রাজধানীর টিসিবি ভবনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে ডিপিডিসি’র নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা এ প্রস্তাব দেন। বিইআরসি’র চেয়ারম্যান মনোয়ার ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন বিইআরসি’র সদস্য মিজানুর রহমান, রহমান মুরশেদ, আবদুল আজিজ খান ও মাহমুত উল হক ভূইয়া।

মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ডিপিডিসি’র প্রস্তাবে বলা হয়, বর্তমানে প্রতি ইউনিটের সঙ্গে বিতরণ ব্যয় যোগ করলে বিদ্যুতের মূল্য দাঁড়ায় ৭.৭৫ টাকা। কিন্তু গড়ে তা ৭.৩২ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে ইউনিট প্রতি সংস্থাটির লোকসান হচ্ছে দশমিক ৪৩ টাকা। আর ২০১৬-১৭ অর্থবছরে ডিপিডিসি’র লোকসান হয় ৩৫০ কোটি টাকা। ডিপিডিসি আবাসিকে বিদ্যুতের দাম ৫ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করে। গণশুনানিতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, স্বচ্ছতা নিশ্চিত এবং চুরি ঠেকানো গেলে দাম বৃদ্ধির প্রয়োজন হবে না। অন্যদিকে প্রথমবারের মতো বিদ্যুতের দাম কমানোর প্রস্তাবের উপর গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ৫ অক্টোবর গণশুনানির দিন ঠিক করা হয়েছে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর লিখিত প্রস্তাবের উপর ভিত্তি করে এই গণশুনানির তারিখ নির্ধারণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর