শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আবুল মনসুর আহমদ জন্মজয়ন্তীতে নানা আয়োজন

সাংস্কৃতিক প্রতিবেদক

আবুল মনসুর আহমদ জন্মজয়ন্তীতে নানা আয়োজন

কর্মময় জীবনের ওপর আলোচনা, তথ্যচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদকে স্মরণ করেছেন সুহূদ ও শুভাকাঙ্ক্ষীরা। গতকাল বাংলা একাডেমিতে এ আয়োজন করে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ।

‘ভাষা আন্দোলন ও আবুল মনসুর আহমদের চিন্তা’ শীর্ষক আয়োজনে আবুল মনসুর আহমদের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান, অধ্যাপক মনসুর মুসা, ড. মো. চেঙ্গীশ খান, ড. আহমদ মাওলা, ড. মোহাম্মদ আজম প্রমুখ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক হাবিব আর রহমান। সভাপতিত্ব করেন ইমেরিটাস প্রফেসর রফিকুল ইসলাম। এ সময় আনিসুজ্জামান বলেন, আবুল মনসুর আহমদের অভিজ্ঞতা ছিল বহু ও বিচিত্র, দৃষ্টিভঙ্গি ছিল তীক্ষ ও স্বতন্ত্র। দেশ বিভাগের আগেই যখন আলোচনা ওঠে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন আবুল মনসুর আহমদ পাকিস্তানের রাষ্ট্রভাষা ‘বাংলা হবেই’— এমনই একটা প্রবন্ধে দাবি উত্থাপন করেছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই আবুল মনসুর আহমদের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘আবুল মনসুর আহমদ : দুর্লভ এই আলো’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর