শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে গতকাল রাজধানীতে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায় —বাংলাদেশ প্রতিদিন

কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটিকে (আশুরা) শ্রদ্ধাভরে স্মরণ করেন ইমাম হোসেনের অনুসারী শিয়া সম্প্রদায়। এরই মধ্যে গতকাল কারবালার দৃশ্যায়নের মধ্য দিয়ে শিয়া সম্প্রদায় পল্টন থেকে তাজিয়া মিছিল বের করে। এই মিছিল রাজধানীর পল্টন ঘুরে আবার শেষ হয় হোসনি দালান এলাকায়। অন্যান্য বছরের চেয়ে এ বছরের তাজিয়া মিছিলে কিছুটা ভিন্নতা ছিল। এবার পুলিশের পক্ষ থেকে ছুরি, চাকু দিয়ে শরীর ক্ষতবিক্ষত করে মাতম করতে নিষেধ করে। তাই মিছিলকারীরা পুলিশের নির্দেশও মেনেছেন। মিছিলে বুক চাপড়ে, মাতম করে শোক প্রকাশ করেন শিয়ারা। শুরুতেই দুটি কালো গম্ভুজ বহন করা হয় বিবি ফাতেমার স্মরণে। এ ছাড়াও মিছিলের অংশগ্রহণকারীরা বিভিন্ন নিশান নিয়ে আসেন। যে যার মতো এই নিশান বহন করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর