শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নির্দেশ অমান্য করে চলছেই রাবি ছাত্রলীগের মিছিল

পরীক্ষা বাতিল তিন ভর্তিচ্ছুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এই নিয়মকে ‘বুড়ো আঙ্গুল’ দেখিয়ে ক্যাম্পাসে প্রতিদিন মিছিল করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গত দুই দিন একইভাবে মিছিল করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. লুত্ফুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে মিছিল না করার জন্য বার বার নিষেধ করা হয়েছে। এমনকি মুঠোফোনেও বলা হয়েছে। কিন্তু তারা কিছুই মানছে না। তাদের সঙ্গে আবার কথা বলা হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন অনুষদ অধিভুক্ত ‘বি-১’ পরীক্ষায় তিনজন ভর্তিচ্ছুর খাতা বাতিল করা হয়েছে। একে অপরের রোল লিখে ফেলা ও মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকার কারণে ওই তিনজনের পরীক্ষা বাতিল করা হয়েছে। তারা হলেন, সাইফুল ইসলাম, রাশেদ আলী ও নাজমুল হক। তাদের জিঙ্গাসাবাদ শেষে মুচলেকায় রেখে ছেড়ে দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা এক ভর্তিচ্ছুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টায় ছিনতাইয়ে ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে আহত ভর্তিচ্ছুর নাম হুমায়ুন আজাদ। তিনি গতকাল অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে চট্টগ্রাম থেকে এসেছিলেন। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী ওই ভর্তিচ্ছু জানান, রবিবার রাতে আজাদসহ পাঁচজন ভর্তিচ্ছু চট্টগ্রাম থেকে বাসে করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নামেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর