বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ। ১৮ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন পরীক্ষায় অংশ নেবে। আজ জেএসসিতে বাংলা প্রথম ও জেডিসিতে কোরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রবণ প্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা পরীক্ষায় অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। অটিস্টিক, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর