বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

গৃহকর পুনর্মূল্যায়নে কমেছে ৮৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গৃহকর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় তৃতীয় দিনে ৭ নম্বর সার্কেলের ১৮২ জন করদাতার আপিল নিষ্পত্তিতে ৮৩ দশমিক ৫৩ শতাংশ পর্যন্ত কমিয়েছে আপিল রিভিউ বোর্ড। গতকাল দুপুরে নগর ভবনে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির তৃতীয় দিনে ২০০ করদাতার মধ্যে ১৮২ জন উপস্থিত হয়ে তাদের অভিযোগ উত্থাপন করেন। অ্যাসেসমেন্ট ভেলু ছিল ১ কোটি ১৩ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। শুনানি শেষে ভেলু ৮০ দশমিক ৫৩ শতাংশ পর্যন্ত কমিয়ে ২২ লাখ ৩ হাজার ৯০০ টাকায় চূড়ান্ত করা হয়। তাছাড়া ১৪ জন দরিদ্র করদাতার গৃহকর সম্পূর্ণ মকুফ এবং ৩৫ জন দরিদ্র করদাতার বছরে সর্বনিম্ন ৫১ টাকা গৃহকর ধার্য করা হয়েছে। সভাপতিত্ব করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর