বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভারত থেকে সরাসরি পণ্য নিয়ে প্রথম জাহাজ মোংলা বন্দরে আসছে কাল

বাগেরহাট প্রতিনিধি

সমুদ্র পথে ভারত থেকে বাংলাদেশে সরাসরি পণ্য পরিবহন শুরু হয়েছে। ভারতের চেন্নাই আন্তর্জাতিক সমুদ্র বন্দর থেকে ছেড়ে আসা অশোক লে-ল্যান্ড লিমিটেডের ১৮৫টি  ট্রাক নিয়ে একটি জাহাজ বৃহস্পতিবার মংলা আন্তর্জাতিক সমুদ্র বন্দরে নোঙর করবে। এর আগে শনিবার ভারতের কেন্দ্রীয় সড়ক, যোগাযোগ ও জাহাজ চলাচল বিষয়কমন্ত্রী নিতিন গড়করি ভারত-বাংলাদেশ জাহাজ চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধনের পর চেন্নাই বন্দর থেকে ট্রাক বোঝাই জাহাজটি মংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। মোংলা ট্রাফিক ও বন্দর হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতের জাহাজ চলাচল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে উভয় দেশের মধ্যে সমুদ্র পথে পণ্য পরিবহনের বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়।

সর্বশেষ খবর