বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বনানীতে ড. হান্নান ফিরোজের দাফন

নিজস্ব প্রতিবেদক

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও  ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম এ হান্নান ফিরোজের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ১১টায় তাকে বনানী কবরস্থানে  দাফন করা হয়। ড. হান্নান ফিরোজের এক মেয়ে দেশের বাইরে থাকায় এক দিন পর দাফন সম্পন্ন হলো। তার মৃত্যুতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এখনো শোকের ছায়া। আজ স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বাদ জোহর মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে তার পরিবার।

আজীবন পরোপকারি ড. হান্নান ফিরোজ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ছাড়াও তিনি ‘দৈনিক আমাদের সময়’ এর প্রথম বিনিয়োগকারী চেয়ারম্যান ও সম্পাদকমণ্ডলীর সভাপতি ও অধুনালুপ্ত এসটিভি (ইউএস)-এর চেয়ারম্যান ছিলেন। ‘বাংলাদেশ সময়’ নামে একটি পত্রিকার তিনি প্রকাশক ও সম্পাদক। নিউইয়র্কে এটিএন বাংলা ইউএসের যাত্রাকালে তিনি অনবদ্য ভূমিকা রেখেছিলেন। বলা যায়, তার হাত ধরেই বিদেশে দেশি টিভি চ্যানেল দেখানোর ব্যবস্থা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর