বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

গ্যালারি চিত্রকে রাজ্জাকের প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

গ্যালারি চিত্রকে রাজ্জাকের প্রদর্শনী

২০০৫ সালে ইহধামের মায়া ত্যাগ করেন দেশের প্রথম প্রজন্মের খ্যাতিমান চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাক। কিন্তু তার শিল্পকর্ম এখনো তাকে শিল্পানুরাগীদের হৃদয়ে জাগরুক রেখেছে। গুণী এই শিল্পীর দুর্লভ চিত্রকর্ম নিয়ে ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হলো ১৬ দিনের একক প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও শিল্পী অধ্যাপক রফিকুন নবী।

ফরিদা পারভীনের নতুন অ্যালবাম : লালনের সুরের সাধনায় জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছেন লালন সম্রাজ্ঞী হিসেবে খ্যাত শিল্পী ফরিদা পারভীন। এই শিল্পীর নতুন অ্যালবাম ‘চান্টস ডে লালন শাহ অর্থাৎ লালন শাহ এর গান। গতকাল বিকালে অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে এই সিডি অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর