বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সাংবাদিক উত্পলকে ফিরিয়ে দিতে ফের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের নিখোঁজ সাংবাদিক উত্পল দাসকে ফিরিয়ে দিতে আবারও আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক নেতারা। অন্যথায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত মানববন্ধনে এই আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজে’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, উত্পল দাসের বাবা চিত্তরঞ্জন দাস ও ভাগ্নে রুদ্র বিশ্বাস। এ সময় উত্পলের দুই বোন প্রিয়তা রানী দাস ও ববিতা রানী দাস উপস্থিত ছিলেন। উত্পলের বাবা চিত্তরঞ্জন দাস তার ছেলেকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, আজ আমার কথা বলার কোনো শক্তি নেই। ছেলে নিখোঁজের শোকে উত্পলের মা শয্যাশায়ী। উত্পলের ভাগ্নে রুদ্র বিশ্বাস বলেন, আমি আমার মামাকে ফেরত চাই। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্পল দাসের সন্ধান চাই। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে রাস্তা অবরোধ করা হবে। আজ আমরা খুব অসহায় বোধ করছি। শুধু উত্পল নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা উত্পলকে অক্ষত অবস্থায় ফেরত চাই। ফেরত না পেলে বড় পরিসরে সাংবাদিক সমাজকে নিয়ে আন্দোলনে যাব। দু-একদিনের মধ্যে সারা দেশের সংবাদিকদের নিয়ে রাজপথে নামব। তথ্যমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান কিছু না বললেও উত্পলের সহকর্মীরা তার পরিবারের পাশে আছে। উত্পল ফিরে না আসা পর্যন্ত আমরা একের পর এক কর্মসূচি দিয়ে যাব। সাংবাদিক উত্পল দাস ২২ দিন ধরে নিখোঁজ কিন্তু সরকার কিছু বলছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। এতদিন সাংবাদিকরা অন্যদের নিখোঁজ হওয়ার সংবাদ লিখে আসছিলেন। এখন তারা নিজেরাই এর শিকার।

সর্বশেষ খবর