বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় রবিঠাকুরের নৃত্যনাট্য

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় রবিঠাকুরের নৃত্যনাট্য

তাসের প্রাণ রয়েছে আবার একস্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়ায়— এসব শুধু রূপকথাতেই সম্ভব, বাস্তবে নয়। কিন্তু কবিগুরুর তাসের দেশের তাসেরা চলাফেরা করে, সুর তুলে গান গায়, আবার কথাও বলে। 

কবিগুরুর নৃত্যনাট্য ‘তাসের দেশ’-এ সেটাই দেখালেন শিল্পীরা। চার দিনব্যাপী ‘সৃষ্টি-মীনাবাজার নৃত্যনাট্য উৎসব’-এর উদ্বোধনীতে গতকাল শিল্পকলা একাডেমিতে কবিগুরুর এ নৃত্যনাট্যটি পরিবেশন করে নাচের দল সাধনার শিল্পীরা। সুর ও কথার মিশেলে রবীন্দ্র-নাচের পাশাপাশি এ নৃত্যনাট্যটিতে যুক্ত হয়েছে পুরুলিয়ার ছৌনাচ, মণিপুরি এবং পাশ্চাত্যের সমসাময়িক নৃত্য আঙ্গিক। নাচের মুদ্রার শৈল্পিকতা আর সুরের রস আস্বাদনে সমগ্র মিলনায়তনে সৃষ্টি হয় এক মোহনীয় পরিবেশ।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন নৃত্যাঞ্চলের পরিচালক শামীম আরা নীপা ও সৃষ্টি কালচারাল সেন্টারের পরিচালক আনিসুল ইসলাম হিরু। এর আগে ‘অঞ্জলি লহ মোর সংগীতে’ গানের সঙ্গে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যশিল্পী।

সর্বশেষ খবর