শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছুটির দিনে করমেলায় উপচে পড়া ভিড়

মাটিতে বসে রিটার্ন ফরম পূরণ

নিজস্ব প্রতিবেদক

ছুটির দিন হিসেবে গতকাল সারা দেশের আয়কর মেলায় উপচে পড়া ভিড় ছিল। রাজধানীতেও একই অবস্থা দেখা গেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, মেলার তৃতীয় দিনে সারা দেশে ১ লাখ ৬৪ হাজার ২৫২ জন করদাতা সেবা নিয়েছেন। তবে মাত্র ৩৯ হাজার ৬৭২ জন করদাতা তাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করে ২৩৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৭১৪ টাকা কর দিয়েছেন। সব মিলিয়ে গেল তিন দিনে সারা দেশের আয়কর মেলায় আসেন ৩ লাখ ৯৬ হাজার ৬৩১ জন করদাতা। তার মধ্যে ১ লাখ ১০ হাজার ৬৪ জন করদাতা রিটার্ন দাখিল করে মোট ৯৮৪ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ১২৯ টাকা সরকারি কোষাগারে আয়কর জমা দিয়েছেন। গতকাল রাজধানীর শেরেবাংলানগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনের আয়কর মেলা প্রাঙ্গণে সকাল থেকেই করদাতার ঢল নামে। মেলায় টেবিল-চেয়ারের সংকট থাকায় অনেক করদাতাকে মাটিতে বসে রিটার্ন ফরম পূরণ করতে হয়েছে। এদের অনেকে মেলায় বিভিন্ন প্রকারের অব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এক দিনেই রিটার্ন জমা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন করদাতারা। সরেজমিন দেখা গেছে, সকালে মেলার কার্যক্রম শুরুর পরপরই করদাতারা রিটার্ন ফরম সংগ্রহ করে তা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়েন। টেবিল-চেয়ারের স্বল্পতা থাকায় অনেক করদাতা মাটিতে বসে রিটার্ন ফরম পূরণ করেন। জুমার নামাজের বিরতির পরও একই অবস্থা হয়। বিকাল ৩টার দিকে মেলার প্রবেশপথের বাম পাশে দীর্ঘ সারিতে করদাতারা মাটিতে বসে রিটার্ন ফরম পূরণ করেন। তবে তাদের সহায়তার জন্য কর প্রশাসনের কর্মকর্তাদের দেখা মেলেনি। মেলার রিটার্ন জমা দিতে আসা যাত্রাবাড়ীর বাসিন্দা সানাউল মিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। নিজের ভোগান্তির কথা তুলে ধরে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মেলা চালু হওয়ার পর প্রতি বছর এখানে রিটার্ন দিই। ফলে বাড়তি শ্রম, সময় ও দালালদের কাছে যেতে হয় না। কিন্তু এবার মেলায় আগের মতো সেবা পাচ্ছি না। এখানে চেয়ার-টেবিলের জন্য আজ লাইন ধরতে হয়েছে। তাই অনেকটা বাধ্য হয়ে মাটিতে বসেই রিটার্ন ফরম পূরণ করেছি।’ মেলায় রিটার্ন জমা দিয়েছেন মোহাম্মদপুরের বাসিন্দা রাফসানজানি তানহা। এই নারী উদ্যোক্তা বলেন, ‘এখানে একটাই সুবিধা, তা হলো কোনো হয়রানি নেই। একসঙ্গে সব সুবিধা আছে।’ এই সুবিধা সার্কেল অফিসগুলোয় রাখার পরামর্শ দিয়েছেন এই নবীন করদাতা। এনবিআর জানিয়েছে, গতকাল তৃতীয় দিন ঢাকাসহ দেশের ৫৫ জেলা ও ৫ উপজেলা— এই ৬০ স্পটে আয়কার মেলা হয়েছে। ঢাকাসহ সারা দেশে করদাতা, সেবাগ্রহীদের পদচারণে মেলাপ্রাঙ্গণ মুখর ছিল।

সর্বশেষ খবর