শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রূপপুর প্রকল্পের মূল কাজ শুরু এ মাসেই

নিজস্ব প্রতিবেদক

দেশের বহুল প্রত্যাশিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামোগত নির্মাণ কাজ শুরু হচ্ছে আগামী ৩০ নভেম্বর। এর মধ্য দিয়ে বাংলাদেশ হবে এশিয়ায় তৃতীয় দেশ, যারা ভারত ও পাকিস্তানের পর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। আনুষ্ঠানিক এ উদ্বোধনের বিষয়টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সঙ্গে জড়িত রাশিয়া ও ভারতের প্রতিনিধিদেরও জানানো হয়েছে। আজ ঢাকায় বিদ্যুৎ কেন্দ্রটির নকশা ও কনস্ট্রাকশন লাইন্সেস স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানও জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর নির্মাণের কাজ নভেম্বরের শেষে শুরু হতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী ভারত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির জন্য যন্ত্রপাতি সরবরাহ ও জনবল প্রশিক্ষণের কাজ করবে।

সর্বশেষ খবর