শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘১৫ আগস্ট, ৩ নভেম্বর এবং ২১ আগস্ট একসূত্রে গাঁথা’

নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় একই বছরের ৩ নভেম্বর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয়। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালায় ঘাতকের দল। এসব চক্রান্ত একসূত্রে গাঁথা।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো। আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক লুত্ফর রহমান হিমেল।

সর্বশেষ খবর