শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
কলকাতায় মেসবাহ কামাল

অধিকতর অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবার

কলকাতা প্রতিনিধি

নিজেদের এবং গণতন্ত্রের স্বার্থে বিএনপির সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর চব্বিশপরগনা জেলার দত্তপুকুরে হাসিম আবদুল হালিম দ্বিতীয় স্মারক বক্তৃতায় ‘বঙ্গোপসাগর অঞ্চলে (ভারত, বাংলাদেশ ও মিয়ানমার) দক্ষিণপন্থি সাম্প্রদায়িকতার উত্থান’ শীর্ষক এক আলোচনার ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেসবাহ কামাল জানান, ‘বাংলাদেশ ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। আমরা আশা করছি, এবার অধিকতর অংশগ্রহণমূলক নির্বাচন পাব। কারণ গণতান্ত্রিক ধারার মধ্যে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অংশ। ২০১৪ সালে বিএনপি নির্বাচন বয়কট করেছে, কিন্তু তার কোনো গ্রহণযোগ্য কারণ ছিল না। যে কারণে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে দলটি। নির্বাচনে অংশগ্রহণ করেনি বলে বা রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হওয়ায় ভোটারের উপস্থিতি কম হয়েছে।

সর্বশেষ খবর