রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

তাদের দারিদ্র্যের চক্র থেকে বের করতে হবে : রাষ্ট্রপতি

প্রতিদিন ডেস্ক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘স্বল্প সুবিধাপ্রাপ্ত লোকদের দারিদ্র্যের চক্র থেকে বের করে আনতে আমাদের এগিয়ে আসতে হবে। দারিদ্র্য নির্মূলকরণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ওয়াকফের সম্পদ সরকারের কাজে সহায়ক হতে পারে।’ খবর বাসস।

রাষ্ট্রপতি গতকাল রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট যৌথভাবে দুই দিনব্যাপী ‘রিভাইভাল অব ওয়াক্ফ ফর সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। আইবিবিএলের চেয়ারম্যান আরাস্তু খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি কতিপয় মুসলিম দেশে ওয়াক্ফ সম্পদের সব প্রাতিষ্ঠানিকীকরণের প্রসঙ্গ উল্লেখ করে সমাজের বৃহত্তর কল্যাণে ওয়াক্ফ সম্পদের প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে ওয়াক্ফকে সংস্কার ও আধুনিকীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর