রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আয়কর মেলায় এসেও ভোগান্তিতে করদাতারা

নিজস্ব প্রতিবেদক

আয়কর মেলায় এসেও ভোগান্তিতে করদাতারা

অফিসের পর এবার আয়কর মেলায় এসেও ভোগান্তির মুখে পড়েছেন ব্যক্তি-শ্রেণির করদাতারা। গতকাল সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনেও ব্যাপক করদাতার সমাগম হয়। রাজধানীর শেরেবাংলানগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনের আয়কর মেলা প্রাঙ্গণে দেখা যায় ত্রাহি অবস্থা করদাতাদের। মেলায় রিটার্ন দাখিল করতে এসে মাটিতে রাখা কার্পেটে বসেই ফরম পূরণ করছেন হাজার হাজার করদাতা। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। অল্প জায়গায় মেলার আয়োজনসহ বিভিন্ন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ করদাতারা। সরকারি রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আয়কর মেলায় গতকাল সকাল থেকেই করদাতার ঢল নামে। রাত পর্যন্ত আয়কর রিটার্ন জমা নেওয়া হয়। মেলাপ্রাঙ্গণে কথা হয় একজন সরকারি চাকরিজীবী করদাতার সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আগের কয়েক বছর নির্বিঘ্নে মেলায় রিটার্ন দাখিল করলেও এবার সংকুচিত জায়গা এবং উপস্থিতি বেশি হওয়ায় ভোগান্তির মধ্যে কর দিয়েছি। কার্পেটে বসেই রিটার্ন ফরম পূরণ করতে হয়েছে।’ সরেজমিন দেখা যায়, মেলায় টেবিল-চেয়ারের সংকট থাকায় অনেক করদাতাকে ফেরত যেতে হয়েছে। সকালে মেলার কার্যক্রম শুরুর পরপরই করদাতারা রিটার্ন ফরম সংগ্রহ করে তা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়েন। মেলার রিটার্ন জমা দিতে আসা কাকরাইলের বাসিন্দা তৌফিক কবির নেওয়াজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে একটু বসার জায়গা পেয়েছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিটার্ন ফরম জমা দিয়েছি। আরও কিছু বুথ থাকলে আয়কর জমা দেওয়ার কাজটি সহজ হতো।’ গতকালের মেলা শেষে রাতে এনবিআর জানিয়েছে, চতুর্থ দিনে সারা দেশের আয়কর মেলাগুলোয় ১ লাখ ৯৪ হাজার ৩৩১ জন করদাতা সেবা নিয়েছেন। গতকাল ২১৬ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ২১১ টাকা আয়কর আদায় করেছে এনবিআর। এনবিআর জানিয়েছে, গতকাল চতুর্থ দিন ঢাকাসহ সারা দেশের ৬৪ জেলা ও ৭ উপজেলা— এই ৭১টি স্পটে আয়কর মেলা হয়েছে। তথ্যমতে, এবার ১০২টি বুথ থেকে করদাতাদের করসেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে আয়কর রিটার্ন জমার ৩৮টি বুথ, ২২টি হেল্প ডেস্ক, ১০টি বুথ ট্যাক্স আইডি কার্ড, ৩টি বুথ ই-ফাইলিং, জনতা ব্যাংক, সোনালী ব্যাংকের ৯টি বুথ, ই-পেমেন্ট ও কিউক্যাশ ১টি বুথ আছে। পাশাপাশি মেলায় মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধীর জন্য পৃথক বুথ করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।

সর্বশেষ খবর