সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় ভিন্নধর্মী নাটক বারামখানা

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ভিন্নধর্মী নাটক বারামখানা

লালন এক বিশাল ক্ষেত্র। লালন সাঁইকে জানার জন্য, বোঝার জন্য তার পুরো জীবনী জানার গুরুত্ব অপরিসীম। ইতিহাসের এই মহানায়কের জীবনকে কেন্দ্র করে নাটকের দল থিয়েটার মঞ্চায়ন করেছে ভিন্নধর্মী নাটক ‘বারামখানা’। ইউনিভার্সেল থিয়েটার আয়োজিত ‘ইতিহাসের মহানায়কেরা’ শীর্ষক সপ্তাহব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিনে গতকাল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো এই নাটকটি।

সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ ‘বারামখানা’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন : রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, পরেশ আচার্য, রাশেদুল আওয়াল শাওন, মারুফ কবীর, তানজুম আরা পল্লী,  কল্যাণ চৌধুরী, এরশাদ হাসান, রবিন বসাক, কাওসার রাজীব প্রমুখ।

সর্বশেষ খবর