সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘বিদ্যুৎ, পানির অপচয় না কমালে মৃত শহর হবে ঢাকা’

নিজস্ব প্রতিবেদক

খাবার, বিদ্যুৎ ও পানির অপচয় রোধ না করলে অচিরেই ঢাকা মৃত শহরে পরিণত হবে। ঢাকাবাসীর মাত্রাতিরিক্ত সম্পদের অপচয়ের কারণে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। গতকাল রাজধানীতে টেকসই ভোগ শীর্ষক প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, পরিবেশবিদ ও গবেষকরা। প্রচারাভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। অ্যাকশন এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আশাদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর