সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নাগরিকরা সোচ্চার হলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে

সুজনের সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

নাগরিকরা সোচ্চার হলে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন সুজন নেতারা। গতকাল জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সুজন কেন্দ্রীয়, ঢাকা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। আলোচনা সভার আগে রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন সহসভাপতি বিচারপতি কাজী এবাদুল হক। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ড. তোফায়েল আহমেদ, ড. হামিদা হোসেন, প্রকৌশলী মুসবাহ আলীম, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী, রাজনীতিবিদ এ এস এম আকরাম, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি এবং এম এন ইসলাম চৌধুরী তপন প্রমুখ। ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, আমরা নির্বাচন কমিশনে থাকাবস্থায় নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার জন্য সুজন বেশ কিছু সংসড়ার প্রস্তাব উত্থাপন করে। এর বেশির ভাগ প্রস্তাবই কমিশন গ্রহণ করেছিল। নির্বাচনে প্রার্থী প্রদত্ত হলফনামার বিধানটি আইনে পরিণত করার ক্ষেত্রে সুজন গুরুত্বপূর্ণ ভ"মিকা পালন করে। ড. তোফায়েল বলেন, আগামী দিনে নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সার্বিকভাবে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সুজন-এর কাজ করা দরকার। শুধু ভালো সংবিধান আর আইন থাকলেই হয় না, নাগরিকরা সোচ্চার হলেই দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিচারপতি কাজী এবাদুল হক বলেন, সুজন প্রতিষ্ঠা হয়েছিল দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। তবে সুজন-এর বেশির ভাগ কাজ পরিচালিত হয় নির্বাচনকেন্দ্রিক। কারণ আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সৎ ও জনকল্যাণকামী নেতা নির্বাচিত হয় এবং দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ ঘটে। সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, 'সুশাসনের জন্য নাগরিক' একটি নাগরিক সংগঠন। সংগঠনটি জন্মলগ্ন থেকেই বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। খালেকুজ্জামান বলেন, আজকে জনগণকে ক্ষমতাহীন করে ফেলা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর