সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জঙ্গি হামলার আশঙ্কায় ইসির নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা

আইজিপিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার ও একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ‘জঙ্গি হামলার আশঙ্কার’ খবর গণমাধ্যমে আসায় সংসদ নির্বাচনের এক বছর আগেই নিরাপত্তা জোরদারে পুলিশ মহাপরিদর্শককে এ নির্দেশনা দিয়েছে সংস্থাটি। জানা গেছে, গত বৃহস্পতিবার আইজিপির কাছে ইসির পক্ষ থেকে ইসি সচিবালয়ের উপ-সচিব আবদুল হালিম খান স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়। এতে ‘দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার শঙ্কা’ মাথায় রেখে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি ও নির্বাচন কমিশনারদের দফতর স্থাপিত। এ ছাড়া ইসি সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটও (ইটিআই) এখানে। নির্বাচন ভবনে প্রতিনিয়তই রাজনৈতিক দল, মন্ত্রী, সংসদ সদস্য, দেশি-বিদেশি গণমান্য ব্যক্তিরা আসছেন। আগামীতে অনুষ্ঠিতব্য ছয় সিটি করপোরেশন নির্বাচন ও একাদশ সংসদ নির্বাচনের সংশ্লিষ্ট কার্যক্রমও শুরু হয়েছে। নির্বাচন কমিশন একটি স্পর্শকাতর ও সাংবিধানিক প্রতিষ্ঠান। সম্প্রতি কিছু জঙ্গি গোষ্ঠী বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ অবস্থায় নির্বাচন ভবনের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা ও সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে কমিশন। মহাপুলিশ পরিদর্শক বরাবর পাঠানো চিঠির অনুলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিব, ডিএমপি কমিশনার, তেজগাঁও উপ-কমিশনার, ট্রাফিক নর্থ, শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও।

উল্লেখ্য, ২০১৮ সালের শেষ দিকে একাদশ সংসদ নির্বাচন হবে। ২০১৮ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে এ ভোট হওয়ার কথা। এ ছাড়া আগামী ডিসেম্বরে রংপুর সিটি করপোরেশনের ভোট হবে। সংসদের আগে আরও পাঁচ সিটির ভোটও করবে ইসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর