সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিরাপত্তার কারণে নূর হোসেনকে আদালতে নেওয়া হয়নি

নারায়ণগঞ্জে ৭ খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নিরাপত্তার কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আট মামলার সাক্ষ্যগ্রহণ শুনানিতে আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে হাজির করতে পারেনি পুলিশ। গতকাল নারায়ণগঞ্জ অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা জজ মোসাম্মত কামরুন নাহারের আদালতে সাক্ষ্যগ্রহণের ধার্যদিন নির্ধারিত ছিল। আদালত আসামির অনুপস্থিতির কারণে ১ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে।এর সত্যতা নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ জানান, নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজি আইনে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। প্রতিটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। গতকাল কয়েকটি মামলার সাক্ষীরা আদালতে হাজির হলেও রাজধানীতে বিএনপির সমাবেশ হওয়ায় কেন্দ্রীয় কারাগার থেকে নিরাপত্তার কারণে নূর হোসেনকে আদালতে হাজির করা হয়নি। এতে আদালত আগামী ১ এপ্রিল আটটি মামলার সাক্ষীদের হাজির হতে ও নূর হোসেনকে আদালতে হাজির করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করে লাশ ডুবিয়ে দেওয়া হয় শীতলক্ষা নদীতে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা পৃথক দুটি মামলার রায়ে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন গত ১৬ জানুয়ারি নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতে আপিলেও নূর হোসেনের মৃত্যুদণ্ড বহাল থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর