সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

৭ মার্চের ভাষণ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার সিদ্ধান্ত

সংসদ অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক

দশম জাতীয় সংসদের ১৮তম ও চলতি বছরের শেষ অধিবেশন গতকাল বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিসহ রোহিঙ্গা ইস্যু ও সিপিএ নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সংসদের অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ, জাসদের নির্বাহী সভপতি মঈন উদ্দীন খান বাদল অংশ নেন।

রাবির ৪৪ শিক্ষক-কর্মচারী ইয়াবা ব্যবসায় জড়িত : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদে অভিযোগ তুলে বলেছেন, সর্বনাশা ইয়াবা সারা দেশে সয়লাব হয়ে গেছে। আমরা ভেবেছিলাম আর যাই হোক এই মরণনেশা আমাদের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক-কর্মচারী ইয়াবা ব্যবসায় জড়িত। তিনি বলেন, রাজশাহী পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দিয়ে শিক্ষকদের এই তালিকা পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি ইয়াবা ব্যবসায় জড়িত হন তাহলে ছাত্রদের অবস্থা কী হবে, সারা দেশের অবস্থাটা কী হবে?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর