সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডিএসসিসির বিরুদ্ধে নজিরবিহীন ট্যাক্স বৃদ্ধির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিরুদ্ধে একবারে ১০-১৫ গুণ হোল্ডিং ট্যাক্স বাড়ানোর অভিযোগ করেছেন বাসিন্দারা। তারা বলেছেন, অবিলম্বে বর্ধিত এ ট্যাক্স প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডিএসসিসির অযৌক্তিক ও অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ‘আমরা ধানমন্ডিবাসী’ নামের সংগঠন এ সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক শওকত হোসেন বলেন, দেশ-বিদেশের কোথাও একসঙ্গে ১০ থেকে ১৫ গুণ হোল্ডিং ট্যাক্স বাড়ানোর রেকর্ড নেই।

তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সের সমতায়নের নামে বর্ধিত অযৌক্তিক ও অস্বাভাবিক কর অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর