শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে গতকাল সকাল ১০টা থেকে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ৮ নভেম্বর রাত সাড়ে ১০টায় বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় এন-২৩ প-০৩৭৩ নম্বর ট্রাকে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন সংবাদ পেয়ে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার উপস্থিতে ট্রাকের ডালার পেছনে কাগজে মোড়ানো প্যাকেট থেকে পুরাতন একটি দেশি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড বন্দুকের গুলি পাওয়া যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও বেনাপোল পুলিশ ভারতীয় ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, সমিতির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশে পুলিশের হাতে আটক ভারতীয় ট্রাক ফেরত না দেওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সকাল ১০টা পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক ছিল। হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ভারতীয় সিএন্ডএফ এজেন্টের কর্মচারীরা দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর