শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডিআরইউর সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক শুভ

নিজস্ব প্রতিবেদক

ডিআরইউর সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক শুভ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি, ২০১৮-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার সৈয়দ শুকুর আলী (শুভ)। এ নির্বাচন উপলক্ষে গতকাল সেগুনবাগিচার ডিআরইউ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন ফলাফল অনুযায়ী সভাপতি পদে সাইফুল ইসলাম ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু দারদা যোবায়ের পেয়েছেন ৩৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সৈয়দ শুকুর আলী (শুভ)। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ২৭৯ ভোট। যুগ্ম-সম্পাদক পদে মঈন উদ্দিন খান ৫৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অমরেশ রায় পেয়েছেন ৩৫৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম হাসিব। দফতর সম্পাদক পদে জেহাদ হোসাইন চৌধুরী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হিসেবে মহসিন হোসেন, ক্রীড়া সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক পদে কাওসার আজম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে যথাক্রমে আবদুল্লাহ আল কাফি, মাহমুদা ডলি, জান্নাতুল ফেরদৌস পান্না, জাফর ইকবাল, আবদুল হাই তুহিন, কামাল মোশারফ ও এস এম এ কালাম নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতি"্বন্"্বিতায় সহসভাপতি গ্যালমান শফি, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, নারীবিষয়ক সম্পাদক ঝর্ণা মণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমিনুল হক ভ"ঁইয়া ও সাংসড়ৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী নির্বাচিত হন।

নির্বাচনে এবারে ভোটার ছিলেন ১ হাজার ৫২১ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ১ হাজার ২৬০ জন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। নির্বাচন কমিশনার ছিলেন নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, উত্তম চক্রবর্তী ও এম বদিউজ্জামান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর