শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জাবিতে ছাত্রলীগকে চাঁদা না দেওয়ায় চায়ের দোকান বন্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দাবিকৃত চাঁদা না পেয়ে এক চায়ের দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কয়েক নেতার বিরুদ্ধে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এ ঘটনা ঘটেছে। চাঁদা দিতে না পেরে গতকাল সকাল থেকে দোকানটি বন্ধ করে দিয়েছেন দোকানদার। তবে ছাত্রলীগ নেতাদের ভয়ে এ বিষয়ে কোনো কথা বলেননি তিনি। জানা যায়, গত আগস্টে চালু হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল। এরপর মো. হেলাল নামের এক ব্যক্তিকে একটি চায়ের দোকান বরাদ্দ দেয় হল প্রশাসন। ২৭ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও সহ-সভাপতি আসাদুজ্জামান আশিকের নির্দেশে সহ-সভাপতি এস এম কিবরিয়া সায়মন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে দোকানদার হেলালের কাছে। হেলাল ২৫ হাজার টাকা দিতে সম্মত হলেও সন্তুষ্ট হননি ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর