শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সোলার প্যানেলের দাম বেশি হওয়ার কারণ জানতে চায় কমিটি

নিজস্ব প্রতিবেদক

সোলার প্যানেলের দাম বেশি হওয়ার কারণ জানতে চায় কমিটি

সোলার প্যানেলের দাম বেশি হওয়ার যৌক্তিক কারণসহ সোলার প্যানেল সরবরাহকারী প্রতিষ্ঠান ইডকল কোম্পানির কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়। বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ৩৫টি জেলায় অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ-কালভার্ট নির্মাণের প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞতা অর্জনের জন্য উজানের নদ-নদী ও বৃষ্টিবহুল অঞ্চল পরিদর্শনে সংসদীয় কমিটির ভারত ও নেপালের সফরসূচি চূড়ান্ত করার সুপারিশ করা হয়।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে  সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, তালুকদার আবদুল খালেক, বি এম মোজাম্মেল হক, সৈয়দ আবু হোসেন বাবলা, মমতাজ বেগম ও হেপী বড়াল বৈঠকে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর