শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘কার শহর?’ ১০ দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ

নিজস্ব প্রতিবেদক

নগরে নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতাবিষয়ক ‘কার শহর?’ শীর্ষক গবেষণায় ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। ‘এ’ থেকে ‘ডি’ গ্রেডের মধ্যে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রেডে। বাংলাদেশে মোট স্কোর ৩৯ দশমিক ৩২। নগর পরিকল্পনায় জেন্ডার সংবেদনশীলতার বিষয়ে বাংলাদেশের স্কোর ০ (শূন্য)। আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইড পরিচালিত গবেষণার ফলাফলে বাংলাদেশের এ চিত্র পাওয়া গেছে। গবেষণা বলছে, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার হার উচ্চ। নগরে নারীর নিরাপত্তা পরিস্থিতি ভালো নয়। নারীর প্রতি সহিংসতার ঘটনা, আইনের বাস্তবায়ন না হওয়া, জেন্ডারবান্ধব নগর পরিকল্পনার অভাব, নারী ও মেয়েশিশুর জন্য সীমিত এবং অনিরাপদ গণপরিবহনব্যবস্থার কারণেই বাংলাদেশ অন্য দেশের চেয়ে পিছিয়ে আছে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে  অ্যাকশন এইডের এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর