বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিসিএস শিক্ষা ক্যাডারের রিট শুনানিতে অ্যামিকাস কিউরির মতামত

নিজস্ব প্রতিবেদক

আইন অনুসরণ ছাড়া বিসিএস শিক্ষা ক্যাডারের নিয়োগ না দেওয়া সংক্রান্ত রিটের শুনানিতে নিযুক্ত অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে তিনি বক্তব্য দেন। অ্যামিকাস কিউরি হিসেবে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, বিসিএস নন-ক্যাডারদের জন্য পৃথক বিধিমালা প্রয়োজন। বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারকে আলাদা রাখা উচিত। এ বিষয়ে সুপ্রিম কোর্টের একটি পরিচ্ছন্ন রায় দেওয়া উচিত। আদালত বিসিএস নন-ক্যাডারদের জন্য স্বতন্ত্র বিধিমালা করে দিতে পারে। তবে আদালত বলেছে, আমরা দিকনির্দেশনা দিতে পারি। পরে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক সাংবাদিকদের বলেন, আমি বলেছি যে, সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। জাতীয় স্বার্থে জাতীয়করণ করা খুব ভালো কাজ। দ্বিতীয় কথা, এখানে জটিল একটা সমস্যা আছে।

 

সর্বশেষ খবর