বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মিন্টুর পাঁচ মামলার কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা পাঁচ মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে মিন্টুর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। জানা যায়, ২০১৩ সালে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় একটি ও ২০১৫ সালে পল্টন থানায় চারটি মামলা হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ।

সর্বশেষ খবর