বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা ফেরতের চুক্তি আইওয়াশ

—পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে যে চুক্তি করা হয়েছে তা আইওয়াশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, অং সান সু চির সরকার এ চুক্তির পরও রোহিঙ্গা মুসলমানদের দেশত্যাগে বাধ্য ও হত্যা করছে। তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের নাগরিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসন করার সংবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

 

সর্বশেষ খবর