বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছিনতাইকারীর কবলে পড়ে চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ফরহাদ আলমের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ৩টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ২৯ নভেম্বর তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাথায় গুরুতর আঘাত পান। এরপর থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে ডা. ফরহাদের চিকিৎসা চলছিল। নিহত ডা. ফরহাদ আলম সিরাজগঞ্জ সদরের মাহমুদপুরের বিশিষ্ট চিকিৎসক ডা. বাহার আলমের ছেলে। ডা. ফরহাদ আলম বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) ২৭তম ব্যাচের ছাত্র। তিনি এমবিবিএস পাসের পরপরই এফসিপিএস মেডিসিন প্রথম পর্ব সম্পন্ন করেন এবং এমডি কার্ডিওলজিতে ভর্তি হন। ২৫তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত হয়ে চাকরিতে যোগদান করেন। তিনি এনআইসিভিডিতে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ডা. ফরহাদ আলম মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটিতে থাকতেন। ২৯ নভেম্বর বিকালে তিনি কর্মস্থল থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে শাহজাহান রোডে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় তিনি রাস্তায় পড়ে      মাথায় গুরুতর আঘাত পান।

সর্বশেষ খবর