বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘ডাক টাকা’ নিয়ে ডাক বিভাগের ডিজিটাল ইকোনমি শুরু

‘ডাক টাকা’ নিয়ে ডাক বিভাগের ডিজিটাল ইকোনমি শুরু

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সোমবার আনুষ্ঠানিকভাবে ‘ডাক টাকা’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সোমবার আনুষ্ঠানিকভাবে ‘ডাক টাকা’র উদ্বোধন করেন। কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকা টাঙ্গাইলের মর্জিনা বেগমের মোবাইল ফোন নম্বর দিয়ে ‘ডাক টাকা’র প্রথম হিসাব খুলে সেবাটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ‘ডাক টাকা’ সফটওয়্যার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিমানির চেয়ারম্যান এবং স্কয়ার গ্রুপের অন্যতম পরিচালক অঞ্জন চৌধুরী, ডিমানির ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির, ব্যবস্থাপনা পরিচালক আরিফ বশির, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘গ্রামে বা ইউনিয়ন পর্যায়ে সাধারণ ব্যাংকের শাখা থাকে না, ব্যাংকিং করতে অনেক টাকা ও সময় লাগে। তাই ডাকঘরের মাধ্যমে এই সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে।’ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমও ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে ২০১৮ সালের মধ্যে এই সেবার অন্তর্ভুক্ত করার আশাবাদ প্রকাশ করেছেন। ডিমানির সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘ডিমানি পোস্ট অফিসকেন্দ্রিক সব অর্থনৈতিক লেনদেন সহজে স্বচ্ছতার সঙ্গে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে।’ডিমানির অন্যতম প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির বলেন, ‘ডাক টাকা সাধারণ মানুষের অর্থনৈতিক লেনদেনের চিরাচরিত চেহারাই পাল্টে দেবে।’ বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর