বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী

চাঁপাই প্রতিনিধি

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী আজ। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে শহরের বারঘরিয়া মহানন্দা পাড়ে উপস্থিত হয়ে ৩ ভাগ হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের জন্য আক্রমণ শুরু করেন। জেলা শহর হানাদারমুক্ত হওয়ার একদিন আগে ১৪ ডিসেম্বর ভোররাতে নৌকায় মহানন্দা নদী পার হয়ে গুলিবর্ষণ করতে করতে এগুতে থাকেন। কিন্তু রাতের আঁধার কেটে যাওয়ার আগেই পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে রাজাকারের বুলেটে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। পরবর্তীতে মুক্তিযোদ্ধারা তার লাশ উদ্ধার করে প্রাচীন গৌড়ের রাজধানী সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করেন। দিবসটি পালন উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ব্যাপক কর্মসূচি নিয়েছে।

সর্বশেষ খবর