বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরের এডিসি ও ইউএনও

নিজস্ব প্রতিবেদক

হাই কোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। গতকাল বিচারপতি কাজী  রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চে তারা ক্ষমা চেয়ে আবেদন করেন। সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জনের সঙ্গে হাতাহাতি ও ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা দেওয়ার ঘটনায় মুর্শিদুল ইসলাম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান আদালতের আদেশে হাই কোর্টে হাজির হন। এ ছাড়া সাবেক সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফও আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের এডিসি ও ইউএনওকে তলব করে হাই কোর্ট। ৪ ডিসেম্বর লক্ষ্মীপুর ডিসি কলোনির ভিতরে কাকলি শিশু অঙ্গন বিদ্যালয়ে প্রবেশ নিয়ে সালাহ উদ্দিন শরীফ ও শেখ মুর্শিদুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে এ ঘটনায় সদরের ইউএনও মো. নূরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অসদাচরণের দায়ে তাত্ক্ষণিকভাবে সালাহ উদ্দিন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ বিষয়ে আইনজীবী কামাল হোসেন নিয়াজী হাই কোর্টে রিট করেন।

সর্বশেষ খবর