শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নাচে গানে পৌষমেলা

সাংস্কৃতিক প্রতিবেদক

নাচে গানে পৌষমেলা

পৌষমেলায় গতকাল নৃত্য পরিবেশন করেন শিল্পীরা —বাংলাদেশ প্রতিদিন

রাজধানীতে বরাবরের মতো পৌষ মেলার আয়োজন করেছে পৌষমেলা উদযাপন পরিষদ। ঢাকা ও ঢাকার বাইরে থেকে আগত পিঠা শিল্পীদের বৈচিত্র্যময় পিঠাপুলির সমাহারে সাজানো হয়েছে মেলা। ‘পৌষ তরুণদের উদ্ধুদ্ধ করে উগ্রবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে’ শ্ল্নোগানে গতকাল সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন করা হয় তিনদিনের এই মেলা। রীতি অনুযায়ী ‘আইলা’ জ্বালিয়ে সকাল ৮টায় একাডেমির নজরুল মঞ্চে মেলার উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। এ সময় সুকান্ত ভট্টাচার্যের ‘প্রার্থী’ কবিতা আবৃত্তি করেন রফিকুল ইসলাম। উদ্বোধনকালে কামাল লোহানী বলেন, ‘হাজারো বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বারেবারে বাংলার প্রতিরোধের হাতিয়ার হয়েছে, এই পৌষ মেলা তারই অংশ। চারপাশে যখন জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে গেছে, তখন  এই পৌষ মেলার মাধ্যমে আমরা সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানাই।  বিদেশি অপসংস্কৃতি ও মানুষ হত্যাকারী পশুদের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের বঙ্গ সংস্কৃতির উৎসবগুলোর চর্চা বাড়াতে হবে।’ উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির পরিচালক  শাহিদা খাতুন। ঘোষণাপত্র পাঠ করেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে মেলার প্রথম পর্ব চলবে সাড়ে ৯টা পর্যন্ত।

বেড়ে ওঠার অবলম্বন : রবীন্দ্রনাথ ঠাকুরের গান, গল্প ও কবিতার সমন্বয়ে ‘বেড়ে ওঠার অবলম্বন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন রক্তকরবী। গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের এ আয়োজনে রাবীন্দ্রিক চেতনা ছড়িয়ে দেন শিল্পীরা। আয়োজক সংগঠনের শিল্পীদের সম্মেলক কণ্ঠে ‘দাঁড়াও মন অনন্ত’ গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর