শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘অসহায় প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণ নয়’

ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক

‘অসহায় প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণ নয়’

অসহায় প্রাণীদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বানে রাজধানীতে মানববন্ধন —বাংলাদেশ প্রতিদিন

অসহায় প্রাণীদের প্রতি সহিংসতা বন্ধ ও নিষ্ঠুর আচরণ না করার আহ্বান জানিয়েছে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার, এনিমেল লাভার ফর বাংলাদেশসহ বেশ কয়েকটি সংগঠন। গতকাল আয়োজিত এক মৌন পদযাত্রা ও র‍্যালি থেকে এ আহ্বান জানানো হয়। সকাল ১০টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। কাঁটাবন ঘুরে পদযাত্রাটি আবার শাহবাগে এসে মিলিত হয়। শাহবাগে এসে তারা একটি মানববন্ধনের আয়োজন করেন। বক্তারা বলেন, সহিংসতা সমাজে একটি নিত্য ঘটনা। শিশু, বৃদ্ধ, মানসিক ভারসাম্যহীন মানুষ, প্রতিবন্ধী এবং পশুপাখি এদের বেশি সহিংসতা সহ্য করতে হয়। এসবের প্রতি সহানুভূতি প্রকাশ ও মানবিক আচরণ দেখানো আমাদের দায়িত্ব। পিপল ফর এনিমেল ওয়েলফেয়ারের রাকিবুল হক এমিল বলেন, প্রাণীদের ওপর নানা ধরনের সহিংসতায় জড়িতদের বিচারে আইনের প্রয়োগ সচরাচর দেখা যায় না। আর এসব নির্যাতনের জরিমানাও খুব কম।

সর্বশেষ খবর