শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইউএনও গিয়ে বন্ধ করলেন বাল্যবিয়ে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

লেখাপড়া করতে চায় কিশোরী ফাহিমা আক্তার (১৩)। কিন্তু তার লেখাপড়া বন্ধ করে বিয়ে ঠিক করে তার বাবা-মা। গতকাল বিয়ের পূর্ব নির্ধারিত দিন ধার্য ছিল। কিন্তু উপজেলা প্রশাসন জানতে পেরে বাল্য বিবাহ বন্ধ করে দেয়। একই সঙ্গে ফাহিমার পড়াশোনার দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের হানিফ বেপারীর মেয়ে ফাহিমা স্থানীয় নুরুন্নেছা কাদের মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। গতকাল তাকে একই উপজেলার মেমানিয়া ইউনিয়নের কাচিকাটা গ্রামের ইউনুচ মাঝির ছেলে সঙ্গে বিয়ের দিন তারিখ ঠিক করে দুই পরিবার। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ জানান, একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে দেওয়ার খবর জানতে পারেন তিনি।

সর্বশেষ খবর