শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভারতসহ বিদেশি শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

কলকাতায় ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার

কলকাতা প্রতিনিধি

ভারতসহ বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন দেশটির শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। বিনিয়োগকারীদের জন্য নানাবিধ সুযোগ-সুবিধাসহ প্রায় শতাধিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি। গতকাল কলকাতার পার্ক সার্কাস ময়দানে ৩০তম ‘ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার’-এর উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে আমু জানান, ‘বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। আমাদের সরকার প্রযুক্তিনির্ভর সবুজ শিল্পায়নের ধারা জোরদারে সরাসরি বিদেশি বিনিয়োগের প্রতি অগ্রাধিকার দিচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এসব অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ ব্যবস্থা ও সুবিধা প্রদান করা হচ্ছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বুরান্ডির রাষ্ট্রদূত স্টেলা বুদিরিগানিয়া, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু, বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ভারতের টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান সত্যম চৌধুরী, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিএনসিসি)-এর সভাপতি বানী রায় চৌধুরী, কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের কাউন্সিলর (পার্ক ও উদ্যান) দেবাশিস কুমার।

সর্বশেষ খবর