বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
ঘুষ দিতে গিয়ে আটক

জামিন পেলেন সেই অভিভাবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসককে (ডিসি) ঘুষ দিতে গিয়ে আটক হওয়া সেই অভিভাবক শামসুল হক জামিন পেয়েছেন। জেলা প্রশাসকের অনাপত্তির পর গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হাসান চৌধুরীর আদালত তাকে জামিন দেয়।

গত ১৭ ডিসেম্বর নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা শামসুল হক জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর কার্যালয়ে গিয়ে তার ছেলেকে কলেজিয়েট স্কুলে ভর্তি করাতে অনুরোধ করেন। এ সময় তিনি ৩০ হাজার টাকার একটি খাম জেলা প্রশাসককে দিতে চান। তখন শামসুল হককে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাবলু বলেন, জামিনের বিরোধিতা করা হয়েছিল। কিন্তু মামলার বাদী আদালতে জানিয়েছেন, জেলা প্রশাসক আসামিকে ক্ষমা করে দিয়েছেন। এরপর আদালত জামিন দেয়।’

মামলার বাদী চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রধান সহকারী এরশাদ হোসেন বলেন, শামসুল হকের বৃদ্ধ বাবা বার বার স্যারের (ডিসি) কাছে এসে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে কান্নাকাটি করছেন। এ জন্য স্যার জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর