বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিকাশ ও চাকরির নামে প্রতারণা গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক

বিকাশের মাধ্যমে ও চাকরির নামে অভিনব প্রতারণার অভিযোগে রাজধানী থেকে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব। র‍্যাব-২ সূত্রে জানা গেছে, সোমবার শেরেবাংলা নগর ও মহাখালী থেকে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- নাসির হোসেন, রাসেল, হানিফ ও  শাহাব উদ্দিন। গ্রেফতারকৃতরা জানায়, তারা বিভিন্ন কৌশলে বিকাশে রেজিষ্টার করা গ্রাহকদের মোবাইলে লেনদেনকৃত টাকার চেয়ে বেশি টাকার এসএমএস পাঠায়। এসব মেসেজে প্রেরক হিসেবে বিকাশ লেখা থাকে। পরবর্তীতে  ওই  ভুক্তভোগী ব্যক্তিকে যে স্থান  থেকে বিকাশ করা হয়েছে, প্রতারক চক্র তাকে  সেই স্থান উল্লেখ করে জানায় যে আপনার মোবাইলে টাকাটি ভুলবশত দুবার পাঠানো হয়েছে। এরপর ওই গ্রাহককে ভুল বুঝিয়ে টাকা ফেরত পাঠাতে বাধ্য করে। এছাড়াও গ্রেফতারকৃতরা ফেসুবক ও ইন্টারনেট ব্যবহার করে পুরাতন মালামাল বিক্রির জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে আকর্ষণ করার পর পণ্যের ২০% টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলেও প্রতারণা করে আসছে। এদিকে, সোমবার যাত্রাবাড়ীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন-  মাহাবুবুর রহমান ভূঁইয়া, খালেদ মাহাবুব, রিয়াজ উদ্দিন ও বাচ্চু মিয়া। তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, সরকারি নন জুডিশিয়াল স্ট্যাম্প, সিল, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে ভুয়া নিয়োগ সংক্রান্ত দলিলপত্র উদ্ধার করা হয়। ডিএমপি’র ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে জালিয়াতি করে আসছিল।

সর্বশেষ খবর