বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিইউপির চতুর্থ সমাবর্তনে বঙ্গবন্ধু চেয়ার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) চতুর্থ সমাবর্তন-২০১৭ গতকাল মিরপুর সেনানিবাসের বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সমাবর্তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মন্ত্রিপরিষদের সদস্য, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন, মতাদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে গবেষণার উদ্দেশ্যে বিইউপিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ নামে গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. সালাহ্ উদ্দিন মিয়াজী শুভেচ্ছা বক্তব্য দেন। সমাবর্তনে অনবদ্য ফলাফলের জন্য আটজন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল ও ১৪ জনকে ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল প্রদান করা হয়। পাশাপাশি বিইউপি এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠান থেকে সাতজন গবেষক সফলভাবে পিএইচডি সম্পন্ন করায় রাষ্ট্রপতি কর্তৃক তাদের সনদ প্রদান করা হয়। সর্বমোট ১ হাজার ৪২৫ জন গ্র্যাজুয়েট এ সমাবর্তনে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর