শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনকে সামনে রেখে তত্পরতা

২৬ জানুয়ারি থেকে আওয়ামী লীগের ১৫ টিম মাঠে নামছে

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ২৬ জানুয়ারি থেকে ১৫টি টিমে বিভক্ত হয়ে দেশব্যাপী সাংগঠনিক সফরে নামছেন। সফরে দলের উপদেষ্টা পরিষদ ও প্রেসিডিয়াম সদস্যরা নেতৃত্ব দেবেন। সংগঠনকে গতিশীল ও নির্বাচনমুখী করার লক্ষ্যে শুরু হতে যাওয়া সফরের জন্য এরই মধ্যে টিম গঠন করা হয়েছে। আওয়ামী লীগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গঠিত এই টিম একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত জেলা, মহানগর, উপজেলা, থানা পর্যায়ে সাংগঠনিক সফরে যাবে এবং স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশব্যাপী এ সাংগঠনিক সফরকে সফল করার লক্ষ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

টিমের সফরসূচি : দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী সফরে যাবেন উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, রমেশ চন্দ্র সেন, জাহাঙ্গীর কবির নানক, বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী। রংপুর, রংপুর মহানগর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় যাবেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, বি এম মোজাম্মেল হক, টিপু মুন্সী, এইচ এন আশিকুর রহমান ও ড. শাম্মী আহমেদ। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রাজশাহী মহানগর, পাবনা ও সিরাজগঞ্জে যাবেন মোহাম্মদ নাসিম, জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠাণ্ডু ও মেরিনা জাহান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর